নান্দাইলে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিল ঘাসফুল শিশু ফোরাম
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার দশালিয়া গ্রামে আজ সোমবার
(১০ এপ্রিল)দুপুরে দশম
শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর
বাল্য বিয়ে বন্ধ করে
দিয়েছে নান্দাইল ঘাসফুল শিশু ফোরাম
এর সদস্যরা। নান্দাইল
পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের
১০ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার
পরিবারের লোকজন বিয়ের আয়োজন
করে।
খবর
পেয়ে স্থানীয় নান্দাইল ঘাসফুল শিশু ফোরাম
এর সদস্যরা উপজেলা নির্বাহি কর্মকর্তাকে
বিষয়টি জানালে তিনি প্রশাসনিক
সহায়তা করেন এবং স্থানীয়
পৌর সভার কাউন্সিলর মো.
খায়রুল ইসলাম মানিক ঘটনাস্থল
গিয়ে বাল্য বিয়েটি বন্ধের
ব্যবস্থা করেন।
এ
সময় নান্দাইল ঘাসফুল শিশু ফোরাম
এর সহ-সভাপতি তুলি
দেবনাথ, প্রচার ও জন
সংযোগ বিষয়ক সম্পাদক সানজিদা
ইসলাম ছোঁয়া, দুর্যোগ বিষয়ক
সম্পাদক স্নেহা বর্মণ, সদস্য
জীবননিসা খানম শ্যামা, জেরিন
সুলতানা শাম্মী, লিজুয়ানা তাবাসুম, জান্নাতুল ইসলাম প্রান্তি প্রমূখ
উপস্থিত ছিল। এই
বাল্য বিয়ে বন্ধে অংশ
গ্রহণকারী শিশু ফোরামের সদস্যরা
সবাই নান্দাইল পাইলট উচ্চ বালিকা
বিদ্যালয়ের শিক্ষার্থী।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)