WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

06 April 2017

নান্দাইলে বন্ধ একটি সরকারী প্রাথমিক স্কুল খুলে দেয়ার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বন্ধ সরকারী প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিশুদের লেখাপড়ার জন্যে খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে আজ বৃহস্পতিবার (০৬ এপ্রিল ২০১৭) দুপুরে মধ্য দেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকার শিশু শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়

জানা যায়, ২০১৪-১৫ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ বিদ্যালয় শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে এই বিদ্যালয় ভবনটি নির্মিত হয় এরপর ২০১৫ সালের ২৫ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন আনুষ্ঠানিকভাবে মধ্য দেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে উদ্বোধন করেন এরপর থেকে বিদ্যালয়টি তালা লাগানো অবস্থায় রয়েছে নেই কোন শিক্ষার্থী-শিক্ষক, হচ্ছে না লেখাপড়া বিদ্যালয়টিতে ভবন থাকার পরও শ্রেণি পাঠ না থাকায় স্থানীয় ৫টি গ্রামের শিশু শিক্ষার্থীদের কষ্ট করে ঝুঁকি নিয়ে দূরগ্রামের বিদ্যালয়গুলোতে গিয়ে লেখাপড়া করতে হচ্ছে কারণে অনেক শিশু বিদ্যালয়মুখি না হয়ে ঝরে পড়ছে

মানুষের অধিকার নিয়ে কাজ করা স্থানীয় শ্যামল বাংলা ডিএস ক্লাব নামে একটি সংগঠন আজ বৃহস্পতিবার এলাকার শিশু জনগণকে নিয়েস্কুলের তালা খুলে দাও, লেখাপড়া করতে দাওপ্রতিপাদ্যে এক মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটি সভাপতি আতিকুজ্জামান ভূঁইয়া নওফেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, অনেক এলাকা আছে যেখানে ভবনের অভাবে শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হয় আর এখানে একটি সুদৃশ্য আধুনিক ভবন থাকার পরও এলাকার থেকে শতাধিক শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে মানববন্ধনে অংশ নেয় শ্যামল বাংলা ডিএস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক আল মামুন, কোষাধ্যক্ষ ফারজুল খান, প্রচার সম্পাদক সুমন উদ্দিন ভূইয়াসহ বাইজিদ আহাম্মদ, জহিরুল ইসলাম, আজারুল ইসলাম রাফি, মোস্তাকিম বিল্লাহ রাজন, ইসমাইল হোসন, আজারুল ইসলাম প্রমূখ

বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীন বলেন, স্থানীয় একটি পক্ষ শিক্ষক নিয়োগের বিষয়ে আদালতে মামলা করায় বিদ্যালয়টি বন্ধ রয়েছে

জানতে চাইলে ময়মনসিংহ- (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, শিশুদের শিক্ষার অধিকার বঞ্চিত করে এলাকার একটি মহল আদালতে মামলা করেছে বিদ্যালয়টিতে ক্লাস শুরু করার জন্যে আমি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে যাচ্ছি 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)


অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.