স্টাফ রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলায় আজ শনিবার পৃথক
সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ও কমপক্ষে ১২ জন আহত
হয়েছে। নিহতরা
হলেন টমটম চালক নজরুল
ইসলাম (৩৫) ও পথচারী
লিটন মিয়া (৪০)।
সকালে
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ময়মনসিংহগামী একটি বাস একটি
টমটমকে ধাক্কা দিলে টমটম
চালক নজরুল ইসলাম ও
পথচারী হেলেনা আক্তার (৩০)
গুরুতর আহত হয়।
পরে নজরুল ইসলামকে নান্দাইল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে
জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। নিহত
নজরুল ইসলামের বাড়ি উপজেলার আতারামপুর
গ্রামে।
অপরদিকে,
দুপুরে নান্দাইল পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায়
কিশোরগঞ্জগামী এম.কে সুপার
নামে একটি বাস নিয়ন্ত্রণ
হারিয়ে একটি সিএনজি ও
দুইটি ইজিবাইকে ধাক্কা দিয়ে সড়কের
পাশের একটি দোকানে উঠে
যায় বাসটি। এ
সময় সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিএনজিটি সম্পূর্ণ
পুড়ে যায়। এ
দুর্ঘটনায় নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার লিটন মিয়া নিহত
হয়। লিটন
ঘটনার সময় সড়কের পাশে
দাঁড়িয়ে ছিলেন। এ
দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন আহত
হয়। গুরুতর
আহত ভাটি সাভার গ্রামের
রোকসানা (১৭), বাঁশহাটি গ্রামের
হাবিব মিয়া (৩০), দত্তগ্রামের
শামিম মিয়া (১৯), কোণাপাচরুখি
গ্রামের আব্দুস সালাম (৩৫),
চারআনিপাড়া গ্রামের স্বপন (৩০), কিশোরগঞ্জের
ইয়াসিন (১৮) ও অজ্ঞাত
৪জনকে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে
নান্দাইল মডেল থানা পুলিশ
ও ঈশ্বরগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা
আহতদের উদ্ধার করে ও
আগুন নিয়ন্ত্রণে আনে।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’- এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)