নান্দাইলে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, একই পরিবারের ৫ জনসহ আহত ২০
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার পূর্বাঞ্চলের ওপর দিয়ে আজ
সোমবার ভোর রাতে বয়ে
যাওয়া কাল বৈশাখী ঝড়ে
ফসল, গাছপালা, ঘরবাড়ি ও পশু-পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি
হয়েছে। দক্ষিণ
বাঁশহাটি গ্রামে আব্দুল আলীর
বসতঘরের উপর গাছ বিধ্বস্ত
হয়ে একই পরিবারের ৫
জনসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। একই
পরিবারের গুরুতর আহতরা হচ্ছে
আব্দুল আলী (৫৫), আছমা
আক্তার (৪৫), আনোয়ার হোসেন
(২২), লিমা আক্তার (১৬)
ও দেলোয়ার হোসেন (১০)।
আহতদের এলাকাবাসী উদ্ধার
করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
অসংখ্য পরিবার কাল বৈশাখী
ঝড়ে ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ
হয়ে মানবেতর জীবন-যাপন করছে।
ঘটনাস্থলে
গিয়ে জানা যায়, আব্দুল
আলীর বসতঘরের উপর ভেঙে পড়া
গাছগুলো নিয়ে মামলা -মোকদ্দমা
চলছে চাচাতো ভাইদের সাথে।
উপজেলার
চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো.
এমদাদুল হক ভূঁইয়া জানান,
গাছগুলো বিক্রির ব্যাপারে দুই পক্ষ মালিকানা
দাবি করায় একাধিকবার সালিশ
হয়েছে। কিন্তু
কোন সমাধান হয়নি।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’- এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)