স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
প্রধান শিক্ষকদের ১০ম
গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম
গ্রেড, দ্রুত পদোন্নতিসহ ৫
দফার দাবিতে ময়মনসিংহের নান্দাইলে
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক মানববন্ধন কর্মসূচী
পালন করেছে। বৃহস্পতিবার
(১১ মে) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর নান্দাইল উপজেলা
পরিষদের সামনে এ কর্মসূচী
পালিত হয়।
এ সময় বক্তব্য
রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয়
কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল
ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় কমিটির
সহ-সম্পাদিকা ও জেলা কমিটির
মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা
সুলতানা বিথী, নান্দাইল উপজেলা
শাখার সভাপতি মো. মাজহারুল
ইসলাম, সহ-সভাপতি মো.
আনিছুজ্জামান, ছাইদুর রহমান প্রমূখ।
পরে নেতৃবৃন্দ উপজেলা
জেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে একটি স্মারক লিপি
প্রদান করেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’
ফেসবুক আইডি আমাদের সহযোগি
সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-
এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি
ফেসবুকে শেয়ার করলে কোন
আপত্তি থাকবে না)