নান্দাইলে ফেসবুকে আপত্তিকর পোস্ট যুবক গ্রেফতার
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ফেসবুকে
জাতীয় সংসদ সদস্যকে নিয়ে
আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ময়মনসিংহের
নান্দাইলে আজিজুল ইসলাম খান
(২৮) নামে এক যুবককে
গ্রেফতার করেছে থানার পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) তাকে
আদালতে পাঠানো হয়েছে বলে
নান্দাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনসুর
আহাম্মেদ নিশ্চিত করেছেন।
গ্রেফতার
হওয়া যুবকের বাড়ি উপজেলার
রাজগাতি ইউনিয়নের দক্ষিণ খয়রাটি গ্রামে। তার
বাবার নাম মো.আশিক খান।

জানতে
চাইলে নান্দাইল মডেল থানার ওসি
জানান, যে ডিভাইস ব্যবহার
করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ছবি পোস্ট করা
হয়েছে সেটি জব্দ করা
হয়েছে।
(প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুকআইডি আমাদের সহযোগি সামাজিক
গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণকে আমাদের প্রকাশিত যে
কোন নিউজ ফেসবুকে শেয়ার
করতে অনুরোধ করছি।)