নান্দাইলে মুরগির বাচ্চা মেরে ফেলার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
প্রতিপক্ষের
মুরগির বাচ্চা মেরে ফেলার
ঘটনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর বানাইল গ্রামে
আজ শুক্রবার সকালে আবুল হাসেম
এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ নিয়ে সংঘর্ষ চলাকালীন
অবস্থায় পাঁচজন আহত হয়েছে।
নিহতের
পরিবার ও থানা পুলিশ
জানায়, ওই গ্রামের আবুল
হাসেম (৬২) ও আবু
বক্কর সিদ্দিক (৫৫) প্রতিবেশি।
জমির সীমানার নিয়ে বিরোধ ছাড়াও
বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই
দুই পরিবারে মাঝে ঝগড়া-বিবাদ
লেগে আছে দীর্ঘদিন ধরে। আজ
শুক্রবার সকালে আবু বক্কর
ছিদ্দিকের শসা ক্ষেতে আবুল
হাসেমের একটি মুরগি বাচ্চাসহ
প্রবেশ করে শসা গাছের
ক্ষতি করে। এ ঘটনায় ছিদ্দিকের
ছেলে জাহাঙ্গীর একটি মুরগির বাচ্চা
মেরে ফেলে। এ
নিয়ে উভয় পক্ষের মধ্যে
ঝগড়ার সৃষ্টি হয়।
এক পর্যায়ে ছিদ্দিকের দুই ছেলে ইলিয়াস
ও জাহাঙ্গীর দা, রামদা ও
লাঠিসোঠা নিয়ে আবুল হাসেমের
লোকজনের ওপর হামলা চালায়। এ
ঘটনায় আবুল হাসেমসহ তাঁর
ছেলে আলী উসমান (৪০),
সুজন মিয়া (২৫) ও
মেয়ে ঝর্ণা বেগম (২৭)
ছাড়াও ছিদ্দিক ও তাঁর ছেলে
ইলিয়াস (৩৫) গুরুতর আহত
হয়। তাঁদের
উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে
আবুল হাসেম মারা যান।
এ ঘটনার পর চিকিৎসাধীন
অবস্থায় ছিদ্দিক ও তাঁর ছেলে
ইলিয়াছকে হাসপাতাল থেকে আটক করা
হয়েছে বলে নান্দাইল থানার
উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল
হুদা জানান। এ
দিকে আবুল হাসেমের মৃত্যুর
খবর ছড়িয়ে পড়লে এলাকায়
উত্তেজনা বিরাজ করলে পুলিশ
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রসঙ্গত
উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন
লেখা বা ছবি নকল
করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘সময়ের
আয়না’ ফেসবুক আইডি আমাদের
সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে
‘নান্দাইল নিউজ’-এর প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ
ও ছবি ফেসবুকে শেয়ার
করলে কোন আপত্তি থাকবে
না)