WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

13 April 2018

গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়তে
নান্দাইলের কিলোমিটার সড়ক জুড়ে আলপনা
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
পহেলা বৈশাখকে বরন উপলক্ষে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়ার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ছাত্রীরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আলপনার কাজ করছে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক হাজার ছাত্রী ৪০টি দলে ভাগ হয়ে মহাসড়কের ঝালুয়া থেকে দশালিয়া পর্যন্ত কিলোমিটার এলাকা নানান রঙের আলপনায় রঙিন করে তুলে আজ শুক্রবার (১৩ এপ্রিল) সকাল থেকে ছাত্রীরা প্রচন্ড খরতাপ উপেক্ষা করে আলপনার কাজ করছে

আলপনা আঁকা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান সময় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

কয়েকজন ছাত্রী জানায়, মহাসড়কে আলপনা এঁকে আমরা আনন্দ উপভোগ করছি গত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্রীদের আলপনার আঁকা থেকে আমরা সড়কে আলপনা এঁকে বিশ্ব রেকর্ড গড়াতে অনুপ্রেরণা পাই

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে কিলোমিটার এলাকা আলপনা হবে বিশ্বের সর্ববৃহৎ আলপনা কাজে প্রাণ-আরএফএল কোম্পানী রেইনবো প্রেইন্ট যাবতীয় রং প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করেছে 

এর আগের দিন বৃহস্পতিবার আলপনা আাঁকা উপলক্ষে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং দেয়া হয় দীপানিকা দ্বীপ, ফারিয়া আফরিন, আদিয়া সুলতানা, আফসানা শারমিন, নুসরাত জাহান রিয়া প্রমূখ বলেন, সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়তে চাই আমরা  লক্ষ্যে কিলোমিটার সড়কে আলপনা আকাঁয় নামবো এতে মিডিয়ার সহযোগিতা তারা কামনা করেন কয়েকজন এলাকাবাসী এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, সড়কে বুকে রঙিন আলপনা এবারের বৈশাখী উৎসবে নান্দাইলে নতুন মাত্রাযুক্ত হলো

উল্লেখ্য, গত ২০১৭ খ্রি. দুর্গাপূজা উপলক্ষে ভারতের নদীয়ায় . কিলোমিটার সড়কে আলপনায় রাঙিয়ো গিনেজ ওয়ার্ল্ড বুকে নাম উঠায় সংশ্লিষ্ট উদ্যোক্তরা সেই রেকর্ড ভেঙে নতুন স্বপ্ন বুকে ধারণ করে সড়ক রাঙিয়ে তুলছে নান্দাইলের উদ্যমী ছাত্রীরা 

 প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়নাফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ’-এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.