নান্দাইল পৌর শহরে প্রতিষ্ঠিত “স্বপ্নকুঁড়ি স্কুল”-এর চণ্ডীপাশা আদর্শ পল্লী শাখার জন্য সহকারী শিক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ.এস.সি. পাস, বয়স শিথিল যোগ্য। অধিক অভিজ্ঞতা সম্পন্ন নারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষ। আগ্রহী প্রার্থীকে আগামী ১৫ মার্চ ২০১৮ খ্রি. রোজ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্রাদি, এককপি ছবি, মোবাইল নাম্বার উল্লেখসহ স্বহস্তে লিখিত আবেদন নিম্নে ঠিকানায় পৌঁছাতে হবে।
পরিচালক
মো. শাহ্ আলম ভূঁইয়া
স্বপ্নকুঁড়ি স্কুল
প্রযত্নে-
অনুপম মিডিয়া
কলেজ মার্কেট, নতুন বাজার,
নান্দাইল,
ময়মনসিংহ।
প্রয়োজনে-
০১৭১০ ৬৫ ২৩ ৬৫
ই-মেইল :
swapnokurischool@gmail.com
ফেসবুক
পেজ
:fb.com/swapnokurischool