নিয়োগ বিজ্ঞপ্তি
--------------
ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ আমাদের প্রিয় নান্দাইলে ‘লার্নিং ফর লাইফ’-এ প্রতিপাদ্যে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে নতুন চালু হওয়া “স্বপ্নকুঁড়ি স্কুল”এর কয়েকটি শাখার জন্য সহকারী শিক্ষক পদে কিছু সংখ্যক কর্মঠ ও দক্ষ লোক(নারী) নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচ.এস.সি. পাস, বয়স শিথিল যোগ্য। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষ। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ নভেম্বর ২০১৭ খ্রি. তারিখ বিকেল ৪টার মধ্যে এককপি ছবি, মোবাইল নাম্বার উল্লেখসহ স্বহস্তে লিখিত আবেদন নিম্নে ঠিকানায় পৌঁছাতে হবে।
স্বপ্নকুঁড়ি
স্কুল
প্রযত্নে-
অনুপম মিডিয়া
কলেজ মার্কেট, নতুন বাজার,
নান্দাইল,
ময়মনসিংহ।
প্রয়োজনে-
০১৭১০ ১৫৩৪৮৬, ০১৭৭৫ ৭৮৫৫৮০
(যে এলাকার প্রার্থীরা আবেদন
করতে পারবেন - চণ্ডীপাশা, চারিআনিপাড়া, আমোদাবাদ, আচারগাঁও, নাথপাড়া, কাকচর, দশালিয়া, খামারগাঁও)