নান্দাইলে গৃহবধূ এসিড দগ্ধ
স্টাফ
রিপোর্টার ● নান্দাইল
নিউজ
ময়মনসিংহের
নান্দাইল উপজেলার চামারুল্লাহ গ্রামে শনিবার লিপা
আক্তার নামে এক নারী
এসিড দগ্ধ হয়েছে।
তিনি জনৈক ফরিদ মিয়ার
স্ত্রী। এতে
ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ
ঝলসে গেছে। লিপা
আক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছেন।
এ ঘটনায় থানা পুলিশ
একজনকে আটক করেছে।
পুলিশ
ও স্থানীয় লোকজন জানায়, তিন
সন্তানের জননী লিপা আক্তারকে
(৩০) কে বা কারা
ঘরের দরজা ভেঙে ভিতরে
প্রবেশ করে এসিড ছুড়ে
মারে। এতে
তাঁর শরীরের নীচের অংশ
ও মুখের আংশিক অংশ
ঝলসে যায়।
ঘটনার
পরপরই তাকে নান্দাইল উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে
চিকিৎসকের পরামর্শে তাকে সেখান থেকে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যাওয়া হয়েছে।
উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
অফিসার ডাঃ তাজুল ইসলাম
খান জানান, ওই নারীর
পেটসহ মুখ মন্ডল আংশিক ঝলসে
গেছে। নান্দাইল
মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) আতাউর রহমান নান্দাইল
নিউজকে জানান, ঘটনাস্থল
পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ
পাওয়ার সাথে সাথে মামলা
নথিভূক্ত করা হবে।
তবে এ ঘটনায় জড়িত
থাকার সন্দেহে শরীফ (৪০) নামে
একজনকে আটক করা হয়েছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)